বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানসিক প্রশান্তি হলো জীবনের সবচাইতে কাঙ্খিত বিষয়। হাজার হাজার টাকা খরচ করেও মানসিক প্রশান্তি কেনা যায় না। ঠিক একই ভাবে মানসিক প্রশান্তি অর্জন করতেও অসাধ্য কোনো কাজ করতে হয় না। পুরোপুরিই নিজের উপর নির্ভর করে মানসিক প্রশান্তি অর্জনের বিষয়টি। জেনে নিন মানসিক প্রশান্তির অর্জনের জন্য যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত সেই সম্পর্কে।
মনের বিরুদ্ধে কোনো কাজ করবেন না
নিজের মানসিক প্রশান্তির জন্য কখনই মনের বিরুদ্ধে কোনো কাজ করা উচিত নয়। মনের বিরুদ্ধে কাজ করলে নিজের মনের কাছেই আপনি অপরাধী হয়ে থাকবেন। ফলে মানসিক প্রশান্তি ব্যাহত হবে।
কথা বলার সময় পরিষ্কারভাবে বলবেন
কাউকে কিছু বলার সময়ে একদম পরিষ্কার ভাবে সব কিছু বলবেন। আপনার যা শর্ত আছে এবং আপনি কি চাইছেন সব কিছু ভালো ভাবে পরিষ্কার করে বলে দিলে পরিবর্তিতে উটকো ঝামেলা হয়ে মানসিক শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।
নিজেকে কখনই ছোট করে দেখবেন না
নিজেকে কখনই ছোট করে দেয়া উচিত না। এতে আপনার আত্মবিশ্বাস কমে যাবে এবং মনে মনে নিজেকে নিজে দোষ দিতে শুরু করবেন সব কিছু নিয়ে। ফলে মানসিক প্রশান্তি নষ্ট হবে আপনার।
‘না’ বলতে ভয় পাবেন না
‘না’ বলতে কখনই সংকোচ করবেন না। যেটা আপনার কাছে অন্যায় মনে হচ্ছে অথবা আপনি যা করতে ইচ্ছুক না সেটাতে ‘না’ বলতে সংকোচ করলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন।
‘হ্যাঁ’ বলুন ভেবে চিন্তে
‘হ্যাঁ’ বলতেও অনেকবার চিন্তা করে নিন। আপনি ‘হ্যাঁ’ বলার সময়ে ভাবুন যে আপনি ঝোঁকের মাথায় রাজি হচ্ছেন কিনা। অনেক সময়ে ঝোঁকের মাথায় কোনো কিছুতে রাজি হয়ে পরে পস্তাতে হয়।
অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে অবহেলা করবেন না
অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকে কখনই অবহেলা করা উচিত না। কারণ এতে ধীরে ধীরে নিজেকে অনেক বেশি মূল্যহীন মনে হয় এবং নিজের মধ্যে বিষণ্ণতার বীজ জন্মাতে থাকে। এতে মানসিক প্রশান্তি নষ্ট হয়।