বিনোদন ডেস্ক ॥ আসছে দুর্গা পূজা এবং কোরবানির ঈদ। এ দুটি বিশেষ দিনকে উপলক্ষ করে এরই মধ্যে বিশেষ অনুষ্ঠান কিংবা নাটক নির্মাণের হিড়িক পড়েছে। সেই ধারাবাহিকতায় অভিনেত্রী অপর্ণাও নিজেকে নিয়ে অনেক ব্যস্ত। এরই মধ্যে তিনি পূজা এবং ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। সর্বশেষ তিনি সকাল আহমেদের নির্দেশনায় ও লিটু সাখাওয়াতের রচনায় ‘হাবিলদার হাতেম’ নাটকে অভিনয় করেছেন। এ নাটকে তাকে হাতেমের স্ত্রী শিউলী চরিত্রে দেখা যাবে। শিউলী তার স্বামী হাতেমকে ঘুষ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। কিন্তু যখন হাতেম ঘুষ খাওয়া শুরু করে তখন একের পর এক বিপদ আসতে থাকে সংসারে। এক সময় শিউলী নিজেও তার পেটের সন্তানকে নিয়ে ভীষণ বিপদে পড়েন। তখন শিউলী উপলদ্ধি করতে পারেন, ঘুষ খাওয়ার কারণেই হয়তো এমন হচ্ছে। বিষয়টি অনুধাবন করার পর স্বামীকে ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে বলেন। এমনই গল্প আর শিউলীর নিজেকে উপলদ্ধি করার বিষয়কে আবর্ত করেই নির্মিত হয়েছে নাটক ‘হাবিলদার হাতেম’। এ নাটক প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘নাটকের বিষয়বস্তু অনেক ভালো লেগেছে। আমাদের সমাজের নানা স্তরের ঘুষখোরদের একটি ম্যাসেজ দিতে পারছি এ নাটকের মাধ্যমে। এটাই আমার অনেক ভালো লাগার।’ এটিই ছিল বিশেষ দিবসের জন্য তার শেষ নাটক। আজ থেকে প্রসুন রহমান পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘সুতপার ঠিকানা’র শুটিংয়ের প্রস্তুতি শুরু করেছেন অপর্ণা। এই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন তিনি। ২০ সেপ্টেম্বর থেকে মানিকগঞ্জে ছবিটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।