বিনোদন ডেস্ক ॥ [১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল [বিএনপি] এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা [জাসাস] এ যোগদান করেন সংগীতশিল্পী ন্যান্সি। তিনি ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি পদ পেয়েছেন। রাজনীতিতে যোগদান বিষয়ে ন্যান্সি ১১ সেপ্টেম্বর রাত ৮টা ১৫ মিনিটে তার ফেসবুকে এক ব্যাখ্যা দেন।
জাসাস এর ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত হবার মাধ্যমে বিএনপির রাজনীতি শুরু করলাম।
আপনারা ইতিমধ্যেই জানেন বিএনপির রাজনীতিকে আমি অনেক আগে থেকেই সমর্থন দিয়ে আসছি। এটির কারণে আমাকে নানা ভাবে অনেক হয়রানিও হতে হয়েছে। যদিও এত তাড়াতাড়ি আমি রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাইনি। নিজেকে আরও ভালোভাবে গুছিয়ে তারপর রাজনীতিতে আসার চিন্তা ভাবনা ছিলো। কিন্তু, দেশের এমন খারাপ পরিস্থিতে আর শান্ত থাকতে পারলাম না। তাই আমি আমার সিদ্ধান্তে অনড় থেকে শেষ পর্যন্ত রাজনীতিতে নাম লেখালাম।
আমি মনে করি, আমার এই সিদ্ধান্তের দ্বারা রাজনীতির মাঠে আমার মত আরো যারা রয়েছেন তারা কিছুটা হলেও অনুপ্রাণিত হবে। দেশে বর্তমান সময়ে রাজনীতির নামে যে অপ-রাজনীতি চলছে তা এক সময় শেষ হবে। সেই সময় হয়তো আর বেশি দূরে নয়। আর তার জন্য অবশ্যই সবাইকে আরো সোচ্চার/সচেতন হতে হবে।
আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন সুস্থ ধারার রাজনীতি করতে পারি। দেশের জন্য ভালো কিছু করতে পারি। দেশের মানুষের জন্য সামান্য একটুও যদি করতে পারি তবেই আমার রাজনৈতিক পথ চলা সার্থক।
সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
ধন্যবাদ