ঠিক গাছ নয়, তবে গাছ!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আমরা প্রায়ই ভুলে যাই গাছ আমাদের কত বড় বন্ধু। গাছ কার্বন-ডাই-অক্সাইডকে অক্সিজেনে রূপান্তর করে বলে আমরা শ্বাস নিতে পারি। গাছ আমাদের ছায়া দেয়, আশ্রয় দেয়, খাবার দেয়।

সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা যখন বুক ভর্তি তাজা নিঃশ্বাস নেই তখন এ কথাগুলো মনে পড়লে হয়তো আমরা অনেকেই নিকটবর্তী কোনো গাছকে জড়িয়ে ধরে বলতাম ‘ধন্যবাদ’।

বাংলানিউজের ‘পরিবেশ ও জীববৈচিত্র্য’ পাতার পাঠদের কিছু গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

নির্দ্বিধায় স্বীকার করা যায়, সব গাছই ঠিক গাছ না। তবে গাছের তালিকায় নিয়ে আসা হয় কেননা এগুলো যেমন অসাধারণ সুন্দর, তেমনই বিশাল।

এর মধ্যে উইসটেরিয়াকে বলা যেতে পারে এক ধরণের লতা, রোডোডেনড্রনকে বলা যেতে পারে ঝোপ আর বাঁশকে নানা কারণে ঘাস পরিবারের সদস্য ধরে নেয়া হয়। তারপরও এগুলো গাছ!
01_661319714
কানাডার ১২৫ উর্ধ্ব রোডোডেনড্রন গাছ
প্রাচীন গ্রিক শব্দ ‘রোডোন’, এর ইংরেজি সমার্থক শব্দ ‘রোজ’ অর্থাৎ গোলাপ এবং ‘ডেনড্রন’ হলো ‘ট্রি’ অর্থাৎ গাছ। সাধারণত এ প্রজাতির গাছকে ঝোপ শ্রেণির মধ্যে ধরা হয়। কিন্তু এর সৌন্দর্যের কারণে নিশ্চয়ই আপনি নির্দ্বিধায় একে গাছ বলে স্বীকার করবেন।
02_628242227
জাপানের ১৪৪ বছর বয়সী উইসটেরিয়া গাছ
এই অসাধারণ ছবি দেখলেই মনে হবে সন্ধ্যার পরে আকাশ যেন গোলাপী আর বেগুনী রঙে সেজেছে। জাপানের যে কাউকে প্রশ্ন করলে তিনি আপনাকে আসিকাগা ফ্লাওয়ার পার্ক’র পাশে ১৯৯০ বর্গ মিটার জুড়ে বিস্তৃত গাছ দেখিয়ে বলবে এটিই সবচেয়ে প্রাচীন উইসটেরিয়া। এটি লতা প্রজাতির মধ্যে পড়লেও দেখতে একদম গাছের মতো।
03_174763929
নিউজিল্যান্ডের উইন্ড-সুইপ্ট ট্রি
গাছটি দেখতে যতো সুন্দর, ততটাই উপকারী। অনেকটা আমাদের আধুনিক প্রযুক্তির মতো। পৃথিবীতে অনেক জায়গা রয়েছে যেখানে প্রকৃতির নিয়মই চূড়ান্ত। তেমনই একটি জায়গা নিউজিল্যান্ডের স্লোপ পয়েন্ট। এ অঞ্চলের ওপর দিয়ে সাগরের প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যায়। এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনি ভিন্ন ধরণের সৌন্দর্য খুঁজে পাবেন। বাতাসের কারণে ভিন্ন আকার ধারণ করা উইন্ড-সুইপ্ট ট্রি সত্যিই চমৎকার।
04_943502954
অরেগন পোর্টল্যান্ডের বিউটিফুল জাপানী ম্যাপল
05_946845005

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫