বাংলাভূমি২৪ ডেস্ক ॥ এগিয়ে চলছে বিশ্ব। এগিয়ে চলছে বিশ্ব অর্থনীতি। চলমান এই ধারাবাহিকতায় প্রত্যেকটি মানুষই এগিয়ে যাচ্ছে। কখন কখন আবার দেখা যায় বৈশ্বিক অর্থনীতির ধস। আর বর্তমান বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের জন্য নারীর ক্ষমতায়ন অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্তিন লাগার্দ।
তিনি জাপান সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর আয়োজনে টোকিওতে গত শুক্রবার অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাসেম্বলি ফর উইমেন সম্মেলনে বলেন, বিশ্বজুড়ে ভোক্তা ব্যয়ের ৭০ শতাংশই নারীদের মাধ্যমে হয়ে থাকে। এতে এটি স্পষ্ট যে ‘প্রবৃদ্ধি অর্জন করতে চাইলে, নারীদের উপরের আসনে রাখা যেতে পারে।’