স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালের প্রথম দফা বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু হয়েছে। এই হরতালকে কেন্দ্র করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীরা পড়েছে হরতাল বিড়ম্বনায়।
বৃহস্পতিবার সকালে রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১০ নম্বর, মিরপুর-১১ নম্বর ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
হরতালের কারণে নগরীর রাস্তাঘাটে যাত্রীবাহী যানবাহন স্বাভাবিক দিনের মতো চলাচল না করার কারণে দারুণ দুর্ভোগে পড়েছে নগরীর ছত্রছাত্রীরা। স্কুলে যাওয়ার জন্য সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। বাস না আসার কারণে কারো কারো স্কুলে যেতে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশা অথবা রিকশায় করে।
রাজধানীর সিটি কলেজের শাম্মী নামের এক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তিনি জানান, হরতালের কারণে সকাল থেকে কলেজে যাওয়ার জন্য রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু রাস্তায় কোনো যানবাহন না থাকার কারণে খুব সমস্যায় পড়তে হচ্ছে তাকে।
তিনি বলেন, ‘একে তো জামায়াতের হরতাল, তাই সবার মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। কখন যে কী হয়! তাই রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে বের হতে হয়েছে।’
হরতাল বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কেউই এই হরতাল চাই না। তাই সরকারের কাছে অনুরোধ করে বলছি, যেকোনো উপায়েই হোক এই হরতাল যেন আর না হয়, সেই ব্যবস্থা করতে।’
পাশাপাশি চাকরিজীবীরাও পড়েছেন বেকায়দায়। কেউ কেউ হেঁটে অফিসে যাচ্ছেন, কেউ বা যাচ্ছেন রিকশাযোগে।