৪০ মিনিটে ৪ গোল রিয়েলের

স্পোর্টস ডেস্ক ॥
রিয়েল মাদ্রিদ – এম সুচি ১৪’ (আত্মঘাতী), বেল ৩০’, রোনাল্ডো ৩১’, রডরিগেজ ৩৭’ ও বেঞ্জিমা ৭৯’
এফসি বাসেল- ডি গঞ্জালেজ ৩৮’
মাদ্রিদ: চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ছন্দেই শুরু করল রিয়েল মাদ্রিদ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এফসি বাসেলকে ৫-১ এ উড়িয়ে দিল তারা৷ ঘরের মাঠে প্রথমার্ধের ৪০ মিনিটের মধ্যেই বাসেলকে চার গোল দিল তারা গতবারের চ্যাম্পিয়ন দল প্রকৃত চ্যাম্পিয়নের মেজাজেই নিজেদের মেলে ধরল মঙ্গলবার৷ম্যাচের ১৪ মিনিটে বিপক্ষের আত্মঘাতী গোল দিয়েই রিয়েলের খাতা খোলে৷
এরপর থেকেই রিয়েলের গতি আর আক্রমণের সামনে দিশাহীন হয়ে পড়ে বাসেল৷৩০-৩৭ মিনিটের মধ্যে বিপক্ষের জালে তিনটি গোল জড়িয়ে দেন রিয়েলের ফুটবলাররা৷ ম্যাচের ৩০ মিনিটে লুকা মদরিচের বাড়ানো পাসে দলের হয়ে দ্বিতীয় গোলটি চলে আসে গ্যারেথ বেলের পা থেকে৷ এর তিন মিনিটেই গ্যারেথ বেলের বাড়ানো ক্রসে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রিয়েলের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷এই দু’গোলের পরেই আক্রমণে ঝড় তুলতে থাকে কার্লো অ্যানসেলোত্তির ছেলেরা৷ ফলে ৩৭ মিনিটে ফেরে গোল চলে আসে জেমস রডরিগেজের পা থেকে৷এরপরেই বাসেলের হয়ে ব্যবধান কমান ডেরিল গঞ্জালেজ৷
প্রথমার্ধেই দলের স্কোরলাইন ৪-১ হয়ে যায়৷ তখনই একপ্রকার ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিলেন রোনাল্ডো-বেলরা৷ দ্বিতীয়ার্ধে রিয়েলের ফুটবলারদের মধ্যে কিছুটা গা ছাড়া ভাব চলে আসে৷ যার সুযোগে রিয়েল রক্ষণে একাধিকবার আক্রমণ শানায় বাসেল৷যদিও কাজের কাজ করতে পারেননি তারা৷এরপর ম্যাচের ৭৯ মিনিটে রোনাল্ডোর বাড়ানো পাসে বাসেলের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় করিম বেঞ্জিমা৷

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫