স্পোর্টস ডেস্ক ॥
সিরিজের দ্বিতীয় টেস্টে ২৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে ২-০ তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হেরেছে সফরকারী বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৪৮৯ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১৯২ রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ৬৪ রান এবং মমিনুল হক ৫৬ রান করেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার কেমার রোচের মতো দ্বিতীয় ইনিংসে সফল বোলার ছিলেন সুলেমান বেন। তিনি মাত্র ৭২ রানে ৫ উইকেট নেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৮০ রানের জবাবে মাত্র ১৬১ রানে অল আউট হয় টাইগাররা। ফলে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ফলো অনে পড়ে বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে ব্যাটিংয়ে না পাঠিয়ে তারা আবারো ব্যাট করতে নামে। ৪ উইকেটে ২৯৬ রান করে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৪৮৯ রানের পাহাড়সম রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল আর মমিনুল ছাড়া আর কেউ তেমন ভালো করতে পারেনি। শুরুর দিকে শামসুর রহমান টি২০ স্টাইলে ব্যাটিং করেন। তিনি মাত্র ২৭ বলে ৩৯ রান করেন। আর উল্লেখ করার মতো অবদান কারোরই নেই।
এর আগে ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সিরিজের একমাত্র টি২০ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়।
চূড়ান্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৩৮০ ও ২৬৯/৪ ডি.