ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন অর্থমন্ত্রী

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সহ সম্পাদক ফরহাদ হোসেন খানের ওপর হামলাকারী সকল নেতাকর্মীকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও তার গ্রুপের অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নেয়ারও নির্দেশ দেন তিনি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে অর্থমন্ত্রীর বাসভবন নগরীর পূর্ব ধোপাদিঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে ফরহাদ হোসেন খান দেখা করার পর তিনি পুলিশকে ডেকে এ নির্দেশ দেন। অর্থমন্ত্রীর নির্দেশের পর সিলেট কোতোয়ালী থানা পুলিশ নড়েচড়ে বসেছে।

জানা যায়, রোববার রাতে ফরহাদ হোসেন খান মাথায় ব্যান্ডেজ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তিনি ১৩ সেপ্টেম্বর তালতলায় তার ওপর জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদসহ তার গ্রুপের নেতাকর্মীদের হামলার ঘটনার বর্ণনা দেন। এ ঘটনায় কোতোয়ালী থানা পুলিশ মামলা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

ফরহাদ হোসেন খানের কাছ থেকে অভিযোগ শুনে অর্থমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডেকে হামলার ঘটনায় মামলা রেকর্ড করার নির্দেশ দেন। সেই সঙ্গে হামলায় জড়িত জেলা ছাত্রলীগের সভাপতি সামাদ ও তার গ্রুপের নেতাকর্মীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

অর্থমন্ত্রীর নির্দেশের ব্যাপারে জানতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ ও কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কেউই ফোন রিসিভ করেননি।

কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক (এসআই) মোবাশ্বির আলী বাংলামেইলকে বলেন, ‘ফরহাদ হোসেন খানের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিতে ও তাদেরকে গ্রেপ্তার করতে অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে।’

প্রসঙ্গত, হামলার ঘটনায় ছাত্রলীগের সামাদ ও ফরহাদ উভয় গ্রুপ পাল্টাপাল্টি এজাহার দায়ের করে। কিন্ত কোনো গ্রুপের মামলাই থানায় রেকর্ড হয়নি।

ফরহাদ হোসেন খানের গ্রুপের পক্ষে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রেজাউর রহমান মোস্তাক বাদী হয়ে থানায় একটি এজহার দাখিল করেন। ওই এজাহারে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমদাদ রহমান, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি সুজেল তালুকদার, জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদ, ছাত্রলীগ নেতা মুরছালিন আহমদ, দুলাল মিয়া, জনি দেব, মুন্না ও জনিসহ ১২ জনের নাম
উল্লেখ রয়েছে।

শাহরিয়ার আলম সামাদ গ্রুপের পক্ষে ছাত্রলীগ নেতা শাহেদ আহমদ বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন। ওই এজাহারে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রেজাউর রহমান মোস্তাক, জেলার সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন সাজু, মুহিবুর রহমান মুহিব, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান, রুহুল আহমদ, নূরুল ইসলাম সোহেল ও সুবিনয় মল্লিকসহ নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫