বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি একটি নতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাচ্ছেন।
নতুন অনুমোদন পেতে যাওয়া বিশ্ববিদ্যালয়টির নাম সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আবদুল মতিন খসরু এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান পদে থাকবেন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়টির অনুমোদন সংক্রান্ত একটি চিঠি কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এখন বাদবাকি প্রক্রিয়া শেষ করে নতুন বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেবে শিক্ষা মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন প্রসঙ্গে আবদুল মতিন খসরু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ে নির্দেশনা গেছে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কিছু কাজ বাকি আছে। এরপর কাজ শুরু করব।’
সূত্র জানায়, নতুন বিশ্ববিদ্যালয় খোলার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তরফ থেকে সরকারের কাছে ১৩২টি আবেদন জমা আছে। এর মধ্যে আবদুল মতিন খসরুর আবেদন করা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল ছিল ১১৭ নম্বরে।
বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হবে কুমিল্লায়। এ জেলায় বর্তমানে একটি পাবলিক (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) ও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় (ব্রিটনিয়া) রয়েছে।
সরকারের উচ্চপর্যায়ের ঘোষণা অনুযায়ী, প্রতিটি জেলায় একটি করে পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা রয়েছে। কিন্তু দেশের ১১৫টি বিশ্ববিদ্যালয়ের (পাবলিক ৩৫টি, প্রাইভেট ৮০টি) অবস্থান ৩১টি জেলায়। বাকি ৩৩টি জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। এ অবস্থায় কুমিল্লায় দুটি বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও আরো একটি বিশ্ববিদ্যালয় অনুমোদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
একাধিক সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালনকারী আবদুল মতিন খসরু বর্তমান ও গত সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তাই মন্ত্রিত্ববঞ্চিত এই নেতাকে খুশি করতেই নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিচ্ছে সরকার। সূত্র : দ্য রিপোর্ট