বিনোদন ডেস্ক ॥ দীপিকা পাড়ুকোনের শরীরের স্পর্শকাতর দিক নিয়ে টাইমস অব ইন্ডিয়ার তৈরি প্রতিবেদনকে ঘিরে আলোচনা-সমালোচনার ঝড় বইছেই। টুইটারে তিনি এ নিয়ে প্রতিবাদ জানানোর পর তারকাদের সমর্থন পেয়েছেন। তবুও টাইমস অব ইন্ডিয়া বলিউডের এই অভিনেত্রীকে শরীর প্রদর্শন নিয়ে ভন্ড বলে আখ্যা দিয়েছে। তাদের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে ভারতীয় নারী সংবাদ সংস্থা (আইডব্লিউপিসি)।
২২ সেপ্টেম্বর ভারতের নারী সাংবাদিকরা বলেছেন, ‘দীপিকা এতোদিন কেনো চুপচাপ ছিলেন কিংবা পর্দার বাইরে তিনি কী ধরনের ছবি তুলেছেন তা মুখ্য নয়। নারী হিসেবে নিজের অপমান নিয়ে যে কোনো সময় সোচ্চার হওয়ার সার্বভৌম অধিকার আছে তার। বার্তা সংস্থাটি তাকে ভন্ড মন্তব্য করে নিজেদেরকে অভদ্র হিসেবে পরিচয় দিলো।’
তারা আরও বলেন, ‘নারীদের সম্ভ্রম ও স্পর্শকাতরতা নিয়ে নিন্দা করা কতটা সমর্থনযোগ্য তা ভেবে দেখা উচিৎ। এটা জঘন্য অপরাধ। মুম্বাই চলচ্চিত্র শিল্পের উচিৎ এ বিষয়ে তৎপর হওয়া। এ ছাড়া নারীদের আপত্তিকর ছবি বা তার সম্পর্কে অযাচিত মন্তব্য পাঠকের দরবারে এভাবে তুলে ধরাটা মোটেও কাম্য নয়।’
নারী সাংবাদিকমহলের অভিমত, কোনও স্পর্শকাতর ইস্যু সংবাদমাধ্যমে প্রকাশের আগে বিষয়টি কতটা সমর্থনযোগ্য তা অবশ্যই ভেবে নেওয়া উচিত৷ কোনও নারীর আপত্তিকর ছবি বা তার সম্পর্কে অযাচিত মন্তব্য পাঠকের কাছে হটকেক করে তোলা হলুদ সাংবাদিকতারই নামান্তর বলে মন্তব্য তাদের৷