বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: কনডমের খরচ বাঁচাতে জেনে নিন! মাসিক ঋতুচক্রের ৯ম দিনের আগের ও ২০তম দিনের পরের সময়টুকু নিরাপদ সময় বলে কনডম ছাড়া যৌন মিলন ঘটলে স্ত্রী গর্ভবতী হাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ এই সময় ডিম্বকোষ বেরোয়ই না।
তবে, ২৮ দিনের মাসিক ঋতুচক্রের মাঝামাঝি মোট প্রায় ১২০ ঘন্টা (৫দিন) হচ্ছে উর্বর সময়, এই সময় যৌনমিলন হলে সন্তানের জন্ম হতে পারে।
মোটামুটি মাসিকের ১৪ দিনের মাথায় ডিম্বকোষ হচ্ছে ধরে নিয়ে তার ২-৩ দিন আগে ও ২-৩ দিন পরে হচ্ছে এই উর্বর সময়। তাই এ সময় কনডম ব্যবহার করে যৌন মিলনে অংশ নেওয়া উচিত।