স্টাফ রিপোর্টার ॥ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএ) নামের নতুন আরেকটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে।
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেন শেখ শওকত হোসেন নিলু।
এনপিপি নেতৃত্বাধীন এ জোটে মোট ১০টি রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসা দলের সংখ্যা অন্তত ৫টি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলীম লীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবাইদা কাদের চৌধুরী, মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক, মহাসচিব হাসরত খান ভাসানী, জাতীয় গণতান্ত্রিক দল (জাগোদল) -এর সভাপতি আব্দুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক বিনা সরকার, বাংলাদেশ লেবার পার্র্টির চেয়ারম্যান মো. সেকেন্দার আলী মনি, মহাসচিব মো. আক্তার হোসেন, ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এম এ রশিদ প্রধান, সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন, এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার, মহাসচিব আলীনূর রহমান খান সাজু, এনপিপির মহাসচিব আব্দুল হাই মণ্ডল, ভাসানী ফ্রন্টের চেয়ারম্যান মমতাজ চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট মিজানুর রহমান, তৃণমূল ন্যাপ ভাসানীর চেয়ারম্যান পারভিন নাসের ভাসানী, মহাসচিব পরশ ভাসানী, বাংলাদেশ ইনসাফ পার্টির চেয়ারম্যান শহীদ চৌধুরী, মহাসচিব অ্যাডভোকেট মো. মহিউদ্দীন।