স্পোর্টস ডেস্ক ॥ ঢাকা: বার্বাডোস ট্রাইডেন্টকে হারিয়ে ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকার দল কেপ কোবরাস। শুক্রবার সুপার ওভারের নাটকীয়তায় ক্যারিবিয়ান দল ট্রাইডেন্টকে হারায় জাস্টিন ওনটংয়ের দল।
মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বার্বাডোস প্রথম ব্যাট করে জোনাথন কার্টারের অনবদ্য ১১১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। এরপর ১৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কেপ কোবরাসও নির্ধারিত ওভারে পাঁচ উইকেটে ১৭৪ রানই তোলে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারের সেই নাটকে জাস্টিন ওনটংয়ের দল কোবরাস প্রথমে ব্যাট করে ১ ওভারে স্কোরবোর্ডে ১১ রান জমায়। কিন্তু ছয় বলের এই দ্বৈরথে ট্রাইডেন্ট তা সংগ্রহ করতে পারেনি। ১০ রান করতে সমর্থ হয় তারা। ফলে হার মানতে হয় ১ রানের আক্ষেপ নিয়ে। এর আগে কোবরাসের ইনিংস টেনেছিলেন হাশিম আমরা। ৪২ বলে ৫৯ রান করেন প্রোটিয়া এই ব্যাটসম্যান।