বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় রাস্তার পাশে কোরবানীর পশুর হাট বসানোর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে নিষেধ থাকা সত্ত্বেও একটি ‘সুবিধাভোগী চক্র’ মহাসড়কের দুই পাশে বিভিন্ন স্থানে কোরবানীর পশুর হাট বসানো শুরু করেছেন। এই অবস্থায় কোনাবাড়ি এলাকায় একটি পশুর হাট বসানোর কাজ শুরু হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে মানববন্ধন করেন। পরে মহাসড়ক অবরোধ করে নির্মানাধীন পশুর হাটের চাঁদা আদায় মঞ্চ ভাংচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঈদকে সামনে রেখে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘন্টা অবরোধ থাকায় মহাসড়কে যানজট দেখা দিয়েছে। ফলে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্র ত্রিমোড় পর্যন্ত গাড়ির লম্বা লাইন পড়ে যায়।
এ বিষয়ে কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বাংলানিউজকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাস্তাতেও এখন কোন সমস্যা নেই।