বিনোদন ডেস্ক ॥ ‘রাজা ফোরটোয়েন্টি’ নামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। চলচ্চিত্রটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এ বিষয়ে অপু বিশ্বাস বাংলামেইলকে বলেন, ‘এ চলচ্চিত্রটিতে নায়ক শাকিব খান সব সময় মেয়েদের সঙ্গে একের পর এক প্রেমের প্রতারণা করতে থাকে। এর মধ্যে আমিও থাকি, সে বুঝতে পারে না যে সে আমার সঙ্গেও প্রতারণা করছে। আমিও তার সঙ্গে প্রতারণা করি। একটা সময় দু’জন দু’জনকে ভালোবেসে ফেলি। এভাবেই গল্পটা চলতে থাকে।’
পরিচালক উত্তম আকাশ বলেন, ‘সম্পূর্ণ কমেডি ঘরানার চলচ্চিত্র এটি। একটা মানুষ সবসময় প্রতারণা করে বেড়ায়। একটা সময় এসে নিজেও প্রতারণার স্বীকার হয়। এভাবেই চলতে থাকে রাজা ফোরটোয়েন্টি। এবং মানুষের সঙ্গে বারবার প্রতারণা করলে একটা সময় নিজেকেও যে প্রতারিত হতে হয় এটাই এ চলচ্চিত্রের মূল ম্যাসেজ।’
এ ছবিতে মিশা সওদাগর, কাবিলাসহ আরও অনেকে অভিনয় করবেন। এছাড়া চলচ্চিত্রটির মহরত হবে ২ মার্চ।