স্টাফ রিপোর্টার॥ দেশজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। কোথাও গুড়ি গুড়ি আবার কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানা গেছে। বৃষ্টির সঙ্গে বইছে ফাগুণের হিমেল হাওয়া।
বুধবার ভোর থেকেই রাজধানীসহ সারা দেশে এ পরিস্থিতি দেখা গেছে।
এদিকে হঠাৎ বৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে যেমন স্বস্তি লক্ষ্য করা গেছে তেমনি ভোগান্তিতে পড়েছেন আবার অফিসগামীরা। অনেক দিন বৃষ্টি না হওয়ায় রাজধানীতে ধূলার যে প্রকোপ ছিল বৃষ্টিতে তা একেবারেই কমে গেছে। তাছাড়া, গ্রীষ্ম আসার আগেই গরমের যে আভাস মিলছিল সেটাও বৃষ্টিতে কমেছে।
এদিকে বৃষ্টিতে অফিসগামীরা পর্যাপ্ত যানবাহন পাচ্ছেন না। ফলে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
পশ্চিমা লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া অফিসসূত্রে জানা গেছে।।
এদিকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ফরিদপুর ও ঢাকা অঞ্চলসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ প্রধানত শুস্ক থাকতে পারে।
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।