বিনোদন ডেস্ক ॥ অভিনেত্রী ক্যামেরন দিয়াজের মতে প্রত্যেকেরই সুস্থ জীবন যাপনের জন্য শারীরিক সম্পর্কের প্রয়োজন রয়েছে।
সেক্সি ক্যামেরন একটি ইন্টারভিউতে জানিয়েছেন, সুস্থ থাকার জন্য প্রত্যেকেরই প্রয়োজন যোগ-ব্যায়ামের। তিনি জানিয়েছেন, যাঁরা শরীরের দোহাই দিয়ে নিয়মিত যোগ-ব্যায়াম করেন না, তাঁদের কাছে শরীরটা কোনও প্রতিবন্ধকতাই নয়, আসল প্রতিবন্ধক হল তাঁদের মন।