বিনোদন ডেস্ক ॥ বেশ ব্যস্ত সময় পার করছেন হালের আলোচিত চিত্রনায়িকা রুমাই নোভিয়া। সাইমন তারিক পরিচালিত নতুন ছবি ‘ক্রাইম রোড’ নিয়েই নোভিয়ার বর্তমান ব্যস্ততা। এই মুহুর্তে কক্সবাজারে ছবিটির শুটিংয়ে অংশ নিচ্ছেন নোভিয়া।
এ প্রসঙ্গে তিনি বললেন ‘আমার ইচ্ছে ছিল নায়িকা হওয়ার। অপেক্ষা করছিলাম ভালো কোনো প্রস্তাবের। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। এই ছবিটিতে আমি মূল নায়িকার ভূমিকায় অভিনয় করছি। আশা করছি দর্শকরা আমাকে সাদরে গ্রহণ করবেন।’ কথা প্রসঙ্গে নোভিয়া আরো জানালেন এই ছবিটি ছাড়াও এই মুহুর্তে আরো দুটি ছবিতে কাজ করার ব্যাপারে কথা চলছে তার। খুব শীগ্রই ছবি দুটিতে কাজ করার ব্যাপারে সবকিছু চূড়ান্ত হবে।
উল্লেখ্য,ক্রাইম রোড ছবিতে নায়ক হিসেবে আছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আনিসুর রহমান মিলন।