স্পোর্টস ডেস্ক ॥ স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
২১.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৩০ রান। ইনিংসের শুরুতে সাজঘরে ফিরেন সৌম্য সরকার। ২ রান করেন তিনি। কাঁধের চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারবেন না এনামুল হক বিজয়। ফিল্ডিংয়ের সময় লং লেগে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান বিজয়।
এর আগে বাংলাদেশের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে স্কটল্যান্ড ৮ উইকেটে ৩১৮ রান সংগ্রহ করেছে। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৫৬ রান করেন কাইল কোয়েটজার। প্রথম স্কটিশ ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির দেখা পান কাইল কোয়েটজার। ১৫৬ রানের ইনিংস খেলতে ১৩৪ বলে ১৭ চার ও ৪ ছক্কা হাঁকান ডানহাতি এই ওপেনার। তার ইনিংসটি থামান স্পিনার নাসির হোসেন। নাসিরের বলে ডিপ মিড উইকেটে সৌম্য সরকারের হাতে তালুবন্দি হন কোয়েটজার।
নিউজিল্যান্ডের নেলসনে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হয়। ইনিংসের শুরুতে স্কটিশ ব্যাটসম্যানদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। স্কটল্যান্ড শিবিরে প্রথম আঘাত করেন মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ক্যালম ম্যাকলয়েড কভারে মাহমুদউল্লাহর তালুবন্দি হন। দ্বিতীয় উইকেটে ২৫ রান যোগ করেন কার্ল কোয়েটজার ও হাসিম গার্ডিনার। তবে পেসার তাসকিন এই জুটি বড় হতে দেননি। নিজের দ্বিতীয় ওভারে হাসিম গার্ডিনারকে (১৯) সাজঘরে ফেরত পাঠান ডানহাতি এই পেসার। কভারে ক্যাচটি ধরেন সৌম্য সরকার।
তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় স্কটল্যান্ড। কাইল কোয়েটজার ও ম্যাট ম্যাচন ৭৮ রানের জুটি বেঁধে প্রাথমিক ধাক্কা সামলে নেন। ২৪তম ওভারে এই জুটি ভাঙেন পার্টটাইম স্পিনার সাব্বির রহমান। বাঁহাতি ম্যাট ম্যাচন সাব্বিরের বলে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন। ৫০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩৫ রান করেন ম্যাচন।
চতুর্থ উইকেটে বড় সংগ্রহের ভিত পায় স্কটল্যান্ড। অধিনায়ক প্রেসটন মমসনকে নিয়ে জুটি বাঁধেন কাইল কোয়েটজার। ১৪১ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। এ সময়ে কাইল কোয়েটজার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন।
দলীয় ২৫৭ রানে মমসনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাসির হোসেন। ৩৮ বলে ৩৯ রান করেন স্কটিশ অধিনায়ক। মমসন ফিরে যাওয়ার পরপরই নাসিরের দ্বিতীয় শিকারে পরিণত হন কাইল কোয়েটজার।
শেষ দিকে বেরিজনের ২৬ ও ম্যাথু ক্রসের ২০ রানের সুবাদে ৩১৮ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড।
বল হাতে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ। ৪৩ রানে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নাসির হোসেন ৩২ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মাশরাফি, সাকিব ও সাব্বির।
দুই দলে এর আগে চার ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে তিনটি ম্যাচে জয় পায় বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়। বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ১৯৯৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ২২ রানে হারিয়েছিল বাংলাদেশ।