স্পোর্টস ডেস্ক ॥ স্কটল্যান্ডের ৩১৯ রানের টার্গেট বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের সামনে। ইনিংসের ১১ বল বাকি থাকতে স্কটিশদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে মাশরাফিরা। শুধু তাই নয়, বৃহস্পতিবার নিউজিল্যান্ডের নেলসনের মাঠে রেকর্ডময় এক জয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে মাশরাফিরা। সঙ্গে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও সঙ্গী হয়েছে বাংলাদেশের; রয়েছে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত (তামিম) ইনিংসের রেকর্ড। সেই সঙ্গে রয়েছে বিশ্বকাপের মঞ্চে নিজেদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও (তামিম-রিয়াদ)। নেলসনের মাঠে তাই অনেক স্বস্তির এক জয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। সঙ্গে আসরের কোয়ার্টার ফাইনালের পথটা আরেকটু মসৃণ হয়েছে বাংলাদেশের।