জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত আমির আহসান উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোররাতে নগরীর হালিশহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে আহসান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।