স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের গ্রুপপর্বের খেলায় ব্যাট করতে নেমে শুরুতেই হারালেও মাইকেক ক্লার্ক ও স্টিভেন স্মিথের ব্যাটিংয়ে তা কাটিয়ে উঠেছে অস্ট্রেলিয়া। ৭ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৬৮ রান। ম্যাক্সওয়েল আউট (১০২)।
অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক দল। খেলতে নেমে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। দলীয় ১৯ রানের মধ্যে প্রথম উইকেট হারিয়েছে তারা। মালিঙ্গার বলে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার (৯ রান)।
সুবিধা করতে পারেননি অ্যারন ফিঞ্চও। ব্যক্তিগত ২৪ রানে প্রসন্নার বলে উইকেটের পেছনে ক্যাচ দিযেছেন তিনি। তবে অধিনায়ক মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথের ব্যাটে সে ধাক্কা ভালভাবেই সামাল দিয়েছে অস্ট্রেলিয়া। দুইজনেই হাফসেঞ্চুরি করেছেন। আউট হওয়ার আগে ক্লার্ক করেছেন ৬৮ রান। আর স্মিথের ব্যাট থেকে এসেছে ৭২ রান।
অস্ট্রেলিয়া দল : মাইকেল ক্লার্ক (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ফকনার, ব্রাড হাডিন, মিচেল জনসন, মিচেল স্টার্ক ও ডোহার্টি।
শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, তিলকারতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, থিসারা পেরেরা, প্রসন্না, সচিত্র সেনানায়েকে ও লাসিথ মালিঙ্গা।