বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : খালেদা জিয়া আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিয়ে মানুষ হত্যার মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘খালেদার রোষানলে পুড়ছে মানুষ পুড়ছে দেশ রুখে দাঁড়াও বাংলাদেশ, শীর্ষক সামাবেশে তিনি এ মন্তব্য করেন।
টুকু বলেন, খালেদা হারতাল অবরোধের নামে মানুষ হত্যা করছে, তিনি(খালেদা জিয়া) আন্দোলনের নামে নাশকতা সহিংসতা পরিচালনা করেছে। তার আন্দোলনে জনগণের কোনো স্বার্থ নেই।
বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ্চ্ছো জানিয়ে তিনি বলেন, বাংলার টাইগারা গতকালকে লড়াই করে জয় লাভ করেছে। এই জয় দেশের সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের জন্য উৎসর্গ করেছে। এর মাধ্যমে বুঝা যায় বাংলাদেশের ক্রিকেটাররা মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী ।
খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের জয় লাভ করার কারণে তিনি হরতাল প্রত্যাহার করেছেন কিন্তু তার সহিংস নাশকতা বন্ধ করেনি। তার এই অবরোধ-হরতাল বাংলার জনগণ ঘৃনা ভরে প্রত্যাখান করেছে।
তিনি বলেন, বাংলাদেশ যখন ক্রিকেটেরমত বিশ্বের দরবারে উন্নাতির মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করছে, তখন খালেদা জিয়া জামায়ত-শিবিরকে সাথে নিয়ে বাংলাদেশকে ধ্বংসের পায়তারা করছে।
খালেদা জিয়া আন্দোলন যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলন আখ্যা দিয়ে তিনি বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
সংগঠনের সধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হাজী মো: সেলিম এমপি, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু প্রমুখ। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম