স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে জয়ের জন্য ৩৬৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। আগে ব্যাট করে কুমার সাঙ্গাকারা ও তিলকারতেœ দিলশানের সেঞ্চুরিতে ৯ উইকেট ৩৬৩ রান করেছে তারা। এই ম্যাচে সেঞ্চুরির মাধ্যমে ওয়ানডের ইতিহাসে টানা ৪ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সাঙ্গাকারা।
অস্ট্রেলিয়ার হোবার্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। খেলতে নেমে শুরুটা ভাল হয়নি তাদের। দলীয় ২১ রানের মধ্যেই প্রথম উইকেট হারিয়েছে তারা। ইভান্সের বলে মমসেনের হাতে তালুবন্দী হয়েছেন ওপেনার লাহিরু থিরিমান্নে (৪ রান)।
শুরুতে উইকেট হারালেও রানের গতি স্লথ হয়নি শ্রীলঙ্কার। দিলশান ও অভিজ্ঞ কুমার সাঙ্গাকারার ব্যাটিংয়ে লড়াইয়ের বড় পুঁজি পেয়েছে লঙ্কানরা। দুই জনই সেঞ্চুরি হাঁকিয়েছেন। ডাবির বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১২৪ রান করেছেন সাঙ্গাকারা। এর মাধ্যমে বিশ্বকাপ তথা ওয়ানডের হিসেবে প্রথম ক্রিকেটার হিসেবে টানা চতুর্থ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। আর দিলশান করেছেন ১০৪ রান। তিনিও আউট হয়েছেন ডাবির বলে।
তাদের বিদায়ের পর অধিনায়ক ম্যাথুস (৫১) ও কুশল পেরেরা (২৪) ব্যাটে ৯ উইকেটে ৩৬৩ রান করেছে তারা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা : ৩৬৩/৯, ওভার ৫০ (সাঙ্গাকারা ১২৪, দিলশান ১০৪, ম্যাথূস ৫১; ডাবি ৩/৬৩)
শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, তিলকারতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, চামীরা, কুশল পেরেরা, থিসারা পেরেরা, প্রসন্না, কুলাসেকারা ও লাসিথ মালিঙ্গা।
স্কটল্যান্ড দল : মমসেন (অধিনায়ক), কোয়েটজার, ম্যাকলিওড, কোলেম্যান, ম্যাচান, বেরিংটন, ক্রস, ডাভি, লিস্ক, ইভান্স ও টেলর।