স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহায়তা করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে ইসির সঙ্গে বৈঠক শেষ তিনি একথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, নির্বাচনে সহায়তা করা আমাদের পবিত্র দায়িত্ব। নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য যা যা করার দরকার তাই করবে র্যাব।
এর আগে, ইসি সচিবালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় দুপুর ১২টা ২০ মিনিটে। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।