আরও ২৩৬ ক্ষতিগ্রস্ত পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত আরও ২৩৬ জনকে মোট ৫ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকার সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় নৌমন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, পুলিশের আইজি এ কে এম শহীদুল হকসহ বাস-ট্রাক মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
হরতাল-অবরোধের সহিংসতায় নিহত চারজনের পরিবার এবং পেট্রলবোমাসহ ২০ দলীয় জোটের কর্মসূচির সহিংসতায় আহত ৩৩ জনকে পারিবারিক সঞ্চয়পত্র বাবদ মোট ৩ কোটি ৮৫ লাখ টাকার অনুদান দেয়া হয়। পেট্রলবোমায় নিহত সোহাগের মা দৃষ্টি শক্তিহীন সেলিনা বেগমকে পারিবারিক সঞ্চয়পত্রের পাশাপাশি প্রতি মাসে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ হাজার টাকা করে মাসোহারা দেওয়া হবে।
এ ছাড়াও হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত ২৭০টি গাড়ির ১৯৯ জন মালিককে ১ কোটি ৫৭ লাখ টাকা ৮ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকটি ধাপে এ পর্যন্ত পেট্রলবোমাসহ হরতাল-অবরোধের সহিংসতায় নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত গাড়ি মালিকদের সহায়তা বাবদ প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১৪ কোটি ৬২ লাখ ৭৩ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫