স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের ষড়যন্ত্রকারী খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন পালন করছে ছাত্রলীগ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মেহেদী মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ, আওলীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ বিভিন্ন ইউনিটের মহানগর ও থানার ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে চারটি সারিতে মানববন্ধন শুরু হয়ে পল্টন থেকে শিক্ষা ভবন পর্যন্ত অবস্থান করছেন নেতা-কর্মীরা।
এদিক মানববন্ধনে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ছাত্রলীগ নেতা-কর্মী ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে সিনিয়র নেতা-কর্মীদের হস্তক্ষেপে তারা শান্ত হয়।