বিনোদন ডেস্ক ॥
ঢাকা: শুরু হয়েছে আলোচিত ছবি ‘অগ্নি ২’র শ্যুটিং। এই ছবিতে নিজেকে আমূল বদলে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রুব নায়িকা মাহিয়া মাহি।
গতকাল রাতে তিনি তার ফেসবুক পেজে বেশ কিছু ছবি এবং একটি ভিডিও আপেলোড করেন। সেখানে তাকে ভিন্ন লুকে দেখা যায়। চুলের স্টাইল বদলেছেন। বদলেছে ফিগারের ধরণ। দেখতে অনেকটা চাইনিজ লাগলেও অ্যাকশান লেডিদের মতো আগুনমূর্তি ভাব এসেছে চেহারায়। বোঝাই যায়, নতুন ছবিতে পুরোনো অগ্নিকে ছাড়িয়ে যেতে ভালোই প্রস্তুতি নিয়েছেন তানিশা (অগ্নি ছবিতে মাহির চরিত্রের নাম।)
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অগ্নি’র ব্যবসায়িক সাফল্যের পর এবার এর সিক্যুয়াল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। ‘অগ্নি ২’-এর কেন্দ্রীয় চরিত্রে এবারও থাকছেন মাহিয়া মাহি। তবে প্রথম সিনেমার নায়ক আরিফিন শুভ’র পরিবর্তে এবার থাকছেন কলকাতার ওম।
ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, প্রথম সিনেমার কাহিনি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে ‘অগ্নি-২’ এর গল্প। ‘অগ্নি’র শেষ দৃশ্যে ড্রাগন ও তানিশার ভালোবাসার ঘর বাঁধার স্বপ্ন কি সত্যি হল কি না, তা জানা যাবে এ পর্বে এসে। ‘তানিশা’ চরিত্রে মাহিয়া মাহিকে এবার আরও বেশি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। সিনেমায় খলচরিত্রে থাকছেন তারিক আনাম।
এদিকে সম্প্রতি হঠাৎ করেই চলচ্চিত্র ছাড়ছেন বলে স্ট্যাটাস দিয়ে ফিল্মপাড়ায় হৈ চৈ ফেলে দিয়েছেন মাহি। মাহি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, চলচ্চিত্রে আর কাজ করার ইচ্ছে নেই তার। পড়াশুনাটা ঠিকঠাক ভাবে করতে চান এখন।
অনেকেই ধরে নিয়েছিলেন মাহি চলচ্চিত্র ছেড়ে চলে যাচ্ছেন। আবার অনেকে বলেছেন এটা মাহির একটা ফাঁকা আওয়াজ মাত্র। শেষ পর্যন্ত ফাঁকা আওয়াজই সত্য হলো।
মাহি অভিনয় ছাড়ছেন না। তিনি আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে পরছেন। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পরে নতুন এক স্ট্যাটাসে এ কথা জানান। শুধু তাই নয় তিনি সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়েছেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমি অবশ্যই মুভি করবো। কিছুদিন খুব হতাশায় ছিলাম, খুব কষ্ট আর অভিমান থেকেই স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আর অভিনয় করবো না। মুভি আমার স্বপ্ন আমার বাস্তব। কোথায় যাবো একে ছেড়ে। সম্ভব না। সব সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি। মনটা খুব খারাপ ছিলো তাই কারো সঙ্গে যোগাযোগ করিনি। আমি এখন ভারতে আছি।’
এ মুহূর্তে দুই বাংলা মিলিয়ে বেশ কিছু ছবির কাজ হাতে আছে তার। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘জানেমান’ ও ‘ফিরিয়ে দাও আমার মন’ ছবি দু’টি।
এদিকে সম্প্রতি প্রযোজনা হাউজ জাজ মাল্টিমিডিয়ার তিনটি ছবি থেকে বাদ দেয়া হয়েছে মাহিকে। যেখানে আগে থেকেই তিনি চুক্তিবদ্ধ ছিলেন। জাজের পক্ষ থেকে সুসম্পর্কের বার্তা দেয়া হলেও চলচ্চিত্রসংশ্লিষ্টরা ভাবছেন, জাজের সাথে বনিবনায় টান পড়েছে মাহির। তাই তিনি ছিটকে পড়েছেন প্রতিষ্ঠানটির ভবিষ্যত কাজ থেকে। বলা ভালো, ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরেই ২০১২ সালে নায়িকা হিসেবে চলচ্চিত্রে আগমন মাহিয়া মাহির।