জেলা প্রতিনিধি,চাঁদপুর ॥ চাঁদপুরে দুটি পণ্যবাহী ট্রাকে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রলবোমায় জাহাঙ্গীর আলম নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিনজন। দগ্ধরা হলেন- খোরশেদ (৩০), রুবেল (৩৮) ও শরিফকে (৩৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এছাড়া রঘুনাথপুরের অপর ঘটনায় আমানত খান (৪০) নামের এক ট্রাকচালকের ডান পা ভেঙে গেছে। এ ছাড়া আহত হয়েছেন হেলপার কালু বেপারী (২২)। তাদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১২টার দিকে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও রঘুনাথপুর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে পণ্যবাহী একটি ট্রাক চাঁদপুর হরিনা ফেরিঘাটের দিকে আসছিল। ট্রাকটি ফেরি পার হয়ে খুলনা যাবার কথা। পথিমধ্যে চান্দ্রা সড়কে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ট্রাক চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনায় খোরশেদ, রুবেল ও শরিফ দগ্ধ হন। পরে সিএনজিচালিত অটোরিকশা চালকরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতোলের কর্তব্যরত চিকিৎসক জানান, অগ্নিদগ্ধদের মুখমণ্ডলসহ শরীরের সিংহভাগই ঝলসে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রঘুনাথপুর গুচ্ছগ্রামের কাছে পুরানবাজারে একটি পণ্যবোঝাই ট্রাকের গতিরোধ করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এই সময় চালক আমানত প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। আমানত শহরের গুণরাজদি কবিরাজ বাড়ির মৃত মোস্তাক হাজির ছেলে। এই ঘটনায় হেলপার কালু বেপারীও আহত হয়। সে পুরানবাজারে পশ্চিম বাজার এলাকার শুক্কুর বেপারীর ছেলে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিদগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, দোষীদের গ্রেফতারে সংশ্লিষ্ট এলাকাগুলো পুলিশের বিশেষ অভিযান চলছে।