রাবি প্রতিনিধি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান মানিককে ‘লাল বাহিনী’ সংগঠনের পরিচয়ে হুমকি দেয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মতিহার থানায় তিনি এ সাধারণ ডায়েরী করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, লাল বাহিনী পরিচয়ে ০১৯৮৪৩৬৮৮৭৩ নম্বর থেকে হুমকি দেয়ার ঘটনায় থানায় এসে ওই শিক্ষক সাধারণ ডায়েরী করেছেন। নম্বরটি নিয়ে তদন্ত করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য যে, গত সোমবার রাত দশটার দিকে ওই শিক্ষকের মোবাইলে একটি ফোন আসে। ফোন রিসিভ করলে অপর পাশ থেকে তার কাছে মোটা অংকের টাকার দাবি করা হয়। টাকা না দিলে এবং এ বিষয়টি কাউকে বললে তাকে প্রান নাশের হুমকি দেয় লাল বাহিনীর নেতা।