বিনোদন ডেস্ক ॥
ঢাকা: মাইলি সাইরাসের পর এবার সমুদ্র সৈকতে নিজের আদিম সত্ত্বাকে আবিষ্কার করলেন ব্রাজিলিও মডেল আলেস্সান্দ্রা অ্যামব্রসিও। তবে মাইলির মতো অনাবৃত শরীরে বয়ফ্রেন্ডের সঙ্গে নির্জন সমুদ্রসৈকতে স্নান নয় পেশার খাতিরে ম্যালিবু বীচে অর্ধনগ্ন হয়ে ফটোশুট করলেন তিনি। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ছবি গুলিতে টপলেস অবস্থায় খুব কম মেকআপে ক্যামেরার লেন্সের সামনে এসেছেন ভিক্টোরিয়া সিক্রেট মডেল আলেস্সান্দ্রা। বলা বাহুল্য এই ছবিতে আকর্ষণীয় দেখাচ্ছে তাঁকে।
সূত্রের খবর অনুসারে, মোহময়ী অ্যালেস্সান্দ্রা দুই সন্তানের মা।