বিনোদন ডেস্ক ॥
ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি চৌহান এখন ঢাকায়। আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। সুরের টানেই তার আসা। ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ শীর্ষক কনসার্টে সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন তিনি।
পাশাপাশি থাকবে হাবিব ওয়াহিদ এবং ভারতের আরেক শিল্পী রাকেশ মাইনির পরিবেশনা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আয়োজন করেছে ইনসেপশন।
এদিকে গতকাল বৃহষ্পতিবার ঢাকায় আসার কথা ছিলো সুনিধির। কিন্তু মায়ের অসুস্থতার কারণে একদিন পর এলেন তিনি। জানা যায়, কনসার্ট শেষে আগামীকাল শনিবার (৭ নভেম্বর) সকালে ভারতে ফিরে যাবেন আলোচিত এই গায়িকা। এর আগেও একাধিকবার গান গাইতে ঢাকায় এসেছিলেন সুনিধি।