স্টাফ রিপোর্টার ॥
ঢাবি ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ঘ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৯৪ ভাগ।
গত ৬ নভেম্বর ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৭৮ জন। এর মধ্যে ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বিবেচিত হয়েছেন বিজ্ঞান অনুষদে ১০৬২ টি আসনের বিপরীতে ২৮৮৫ জন, মানবিক অনুষদে ৪৮ টি আসনের বিপরীতে ১৭৪৭ জন আর বাণিজ্য অনুষদে ৩৬৫টি আসনের বিপরীতে ১৫৩৯ জন।
ভর্তির ফলাফল যঃঃঢ়://ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে উট লিখে স্পেস দিয়ে এযধ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।