স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের প্রস্তুতি ও কৌশল নির্ধারণে সন্ধ্যায় দলের সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা ৮টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়টি জানান, খালেদা জিয়ার মিডিয়া উইং সদস্য সায়রুল কবীর খান।
ধারণা করা হচ্ছে, ঘনিয়ে আসা পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে এ বৈঠকে। নিজেদের অবস্থান স্পষ্ট করা, কৌশল নির্ধারণসহ নানা বিষয় আলোচনায় স্থান পেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের সিনিয়র এক নেতা বলেন, কোনো সরকারি সুবিধাভোগী নন বলে এ নির্বাচনের প্রচারনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন খালেদা জিয়া। কিন্তু রয়েছে কিছু বিধি-নিষেধও। মঙ্গলবারের এ বৈঠকে এসব বিষয়ে কৌশল বের হতে পারে।