‘মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ নেই’

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা যায় তাহলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পারিক সম্পর্ক আরো জোরদার করা যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া অন্য কোনো সিস্টেম আজকের বিশ্বে গ্রহণযোগ্য হতে পারে না এটা প্রমাণিত। বিএনপি উদার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী। বিএনপি চায়,বাংলাদেশের মানুষ ইচ্ছার প্রতিফলন ঘটানোর সুযোগ পাক। সেই সুযোগ নেই। নির্ভয়ে মত প্রকাশের সুযোগ তাদের জন্য থাকতে হবে।

সোমবার সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. মঈন খান জানান, মার্কিন প্রতিনিধি দলকে খালেদা জিয়া বলেন, ‘‘সারা বিশ্বের মানুষ শান্তি চায়। আমরা মনে করি উদার গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে সেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব। সুষ্ঠু গণতন্ত্র চর্চাই কেবল অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করতে পারে।’’

মঈন খান বলেন, বিএনপি একটি উদারগণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করি বলেও বলেছি তাদের।

মার্কিন প্রতিনিধিদলে আরো ছিলেন, দক্ষিণ এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান এবং সাবিহ উদ্দিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫