বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় নির্বাচনি প্রচার চলাকালে বিএনপির প্রার্থী তোজাম্মেল হকের কর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার চকসিংড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিএনপির দাবি, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর আড়ানী পৌর এলাকার চকসিংড়া মহল্লায় নির্বাচনি প্রচারণায় যান বিএনপির প্রার্থী তোজাম্মেল হকসহ তার কর্মী-সমর্থকরা। প্রচার শেষে আড়ানী বাজারে ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় কাজল সরকার, জাহুরুল ইসলাম, তুর্য হোসেন ও আবু হোসেনসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে কাজল সরকারকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তোজাম্মেল হক বলেন, ‘ঘটনারদিন আমি গণসংযোগে গেলে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন আমার সমর্থকদের মারপিট করেছে।’
বাঘা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘ওই প্রচারে আমিও ছিলাম। যারা হামলা করেছে তাদের সবাইকে চেনা সম্ভব হয়নি। তবে অশ্লীল ভাষায় গালাগালি দিয়ে বলছিল ওদের এলাকায় ভোট চাইতে গেলে কাউকে আস্ত রাখবে না।’
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী মুক্তার আলী বলেন, ‘আমি এ বিষয়ে এখনও কিছু শুনিনি। যদি ঘটনা সত্য হয়ে থাকে তাহলে আমি নিজে ব্যবস্থা নেব।’
এদিকে, বাঘা উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম জানান, বিএনপি প্রার্থী তোজাম্মেল হক চকসিংগা নদীর পাড় মসজিদে অর্থ দিয়ে নির্বাচনি আচরণ লঙ্ঘন করেছেন- এ মর্মে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজদার রহমান উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘আমাকে বিএনপির মনোনীত প্রার্থী মৌখিকভাবে অভিযোগ করার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছি। তবে লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’