বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বিশেষ কোন খাবার বা ব্যায়াম বা সার্জারি নয়- যৌবন ও সৌন্দর্য ধরে রাখার মূল রহস্য হচ্ছে সেক্স! নিজের সৌন্দর্য সম্পর্কে এমনটাই জানালেন মেক্সিকান গায়িকা ও নায়িকা থালিয়া। তিনি দাবি করেন, ৪৪ বছরে এসে সেক্সই নাকি তার সৌন্দর্য এখনও ধরে রেখেছে।
সম্প্রতি তার এই টোটকা মিডিয়ার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে। বলেন কী এই মেক্সিকান সুন্দরী! তার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ৪৪ বছর বয়সেও কীভাবে তার রূপে এত তরুণ্য রয়েছে? তার যৌবন ও সৌন্দর্য ধরে রাখার আসল রহস্য কী? অবলীলায় এই মেক্সিকান তারকা উত্তর দেন, সেক্স নাকি তার বয়স কমিয়ে রাখার মূলমন্ত্র।
যৌনতাই থালিয়ার সৌন্দর্যের গোপন রহস্যতার দাবি, “প্রতি রাতে একাধিকবার অর্গ্যাজমের কারণেই এই বয়সেও নিজের যৌবন ও সৌন্দর্য ধরে রাখতে পেরেছি।” চিকিৎসকরা বা বিজ্ঞানীরাই বলতে পারবেন এর সত্যতা কতটুকু! কিন্তু আপাতত দুনিয়া সরগরম থালিয়ার এই মন্তব্যে।