জেলা প্রতিনিধি, নোয়াখালী ॥
বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে গুলি করে ফারুক (২৪) নামে এক যুবককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় নিহতের ভাই মিলন আহত হন।
বুধবার রাত ১১টার দিকে শরীফপুর গ্রামের কামাল চেয়ারম্যানের পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ফারুক ওই এলাকার ব্যাপারী বাড়ির নুরুল আমিনের ছেলে এবং মোটরসাইকেল মেরামতকারীর কাজ করতো।
স্থানীয়রা জানায়, ফারুক ৬ মাস আগে বেগমগঞ্জের চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির সামনে মোটরসাইকেল মেরামতের একটি ওয়ার্কশপ দেয়। গত রাতে ফারুক ও তার ভাই মিলন ওয়ার্কশপ বন্ধ করে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে তারা কামাল চেয়ারম্যানের বাড়ি পুল এলাকায় পৌঁছালে ৪ থেকে ৫ জনের একদল ছিনতাইকারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিলে তারা ফারুকের মাথায় গুলি ও তার ভাই মিলনকে পিটিয়ে জখম করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ফারুক নিহত হন।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।