স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: দুই বছরের জন্য বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেচুক্তিবদ্ধ হলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার তিনি একা নন, সঙ্গে পাচ্ছেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে।
এ উপলক্ষে সোমবার (০৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠানের আয়োজন করে বাংলালিংক।
বাংলালিংক বিষয়টিকে ‘টাইগার্স রি-ইউনাইটেড’ হিসেবে আখ্যা দিয়েছে।
সাকিব মঞ্চে এসে বলেন, পাশে একজনকে পেলে সত্যিই ভালো হয়। আর তিনি যদি স্ত্রী হন, তাহলেতো কথাই নেই।
শিশির বলেন, আমার জন্য অবশ্যই এটি ভালো অভিজ্ঞতা।
বাংলালিংক সিসিও শিহাব আহমেদ বলেন, এটি তারুণ্যদীপ্ত একটি ব্র্যান্ড।
বাংলাদেশে এখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক। এটি বিশেষ একটি পরিবর্তন। তরুণদের অগ্রাধিকার দিয়ে কাজ করে বাংলালিংক। তাদের প্রেরণার উৎস সাকিব। তাই বাংলালিংক ও তিনি পরস্পরের সঙ্গী।