স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: পিএসজির বিপক্ষে রোমাঞ্চকর এক লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফরাসি ক্লাবটির বিপক্ষে সিটি জয় পেয়েছে ১-০ গোলে।
দুই লেগ মিলে কোয়ার্টারে ম্যানসিটি জিতেছে ৩-২ ব্যবধানে। এমন জয় নিয়েও বেশ খুশি ম্যানুয়েল পেলেগ্রিনি! জিতেই বার্সেলোনাকে হুঙ্কার দিলেন ম্যানসিটি কোচ। জানালেন, কোনো দলকেই ভয় পায় না তার দল, এমনকি বার্সাকেও নয়!
বার্সেলোনা অবশ্য এখনো সেমির টিকিট পায়নি। আজ রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে জানা যাবে, বার্সা শেষ চারে খেলতে পারবে কি না? অপরদিকে সেমির টিকিট পাওয়া ম্যানসিটির কোচ পেলেগ্রিনি আগেভাগেই প্রতিপক্ষ নিয়ে ভাবছেন।
বার্সাকে নিয়ে সাংবাদিকদের পেলেগ্রিনি বলেন, ‘মনে করেন, আপনি সেমিফাইনালে উঠেছেন। তাই মাথায় রাখতে হবে যে ইউরোপের বড় দলগুলোই হবে আপনার প্রতিপক্ষ। আমরা পিএসজির থেকে ভালো খেলেছি। সেমির খেলা নিশ্চিত করাই তার প্রমাণ। আমরা এখন যে কোনো দলের বিপক্ষে খেলতে পারি। আমি বিশ্বাস করি না যে আমাদের দলের চেয়ে বার্সায় ভালো খেলোয়াড় আছে!’