স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: এ বছর সরকারিভাবে বিতরণ করা পাঠ্য বইয়ের ভুল বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোনো ভুল-ক্রটি হবে না কখনোই বলিনি। ভুল থাকবে, আমরা তা সমাধান করে করে এতোদিন এগিয়েছি।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভুলের বিষয়ে তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে নেতিবাচক প্রচার না করতে অনুরোধ জানাচ্ছি।