শাকিবের অভিযোগ নিয়ে যা বললেন জায়েদ-সাইমন

বিনোদন ডেস্ক ॥

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলাকালীন হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছেন চিত্রনায়ক শাকিব খান। গেল ৮ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় শাকিব ওই অভিযোগ করেন।

সেই অভিযোগনামায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানকে মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। আরও অভিযোগ দায়ের করা হয়েছে চিত্রনায়ক সাইমন সাদিক, খল অভিনেতা জিয়া ও ফাইটার শামিমসহ আরও কয়েকজন অজ্ঞাতনামা  বিরুদ্ধে। শাকিবের দায়ের করা অভিযোগ নং ৩৬৫।

এই অভিযোগ প্রসঙ্গে মুখ খুলেছেন অভিযুক্ত প্রধান দুই চিত্রনায়ক জায়েদ খান ও সাইমন সাদিক। এ নিয়ে জায়েদ খান বলেন, ‘আমি এই খবর শুনে হতবাক হয়েছি। শাকিব খান আমার বড় ভাই। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে সব শিল্পীকে সঙ্গে নিয়েই কাজ করতে চাই। মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়েছে। শাকিব খান কারো দ্বারা প্ররোচিত হয়েছেন। নইলে অভিযোগপত্রে আমার নাম কেন আসবে? ওই দিন রাতে উপস্থিত সবাই দেখেছেন আমি কীভাবে শাকিব খানকে আগলে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। শাকিব খান নিজেও তা দেখেছেন।’

জায়েদ বলেন, ‘আমার মনে হয় ইন্ডাস্ট্রি ধ্বংসের ষড়যন্ত্রে নেমেছেন কেউ কেউ। তারা আড়ালে থেকে শাকিব খানকে দিয়ে এইসব করাচ্ছেন। তাতে আমরা বিচলিত নই। চলচ্চিত্রের শিল্পী সমাজ আমার সঙ্গে রয়েছে। তারা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছেন। আমি ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে যেতে চাই।’

আরেক অভিযুক্ত সাইমন সাদিক বলেন, ‘অভিযোগপত্রে আমার নাম এসেছে তা শুনেছি। কিন্তু কী কারণে এসেছে তা বুঝলাম না। মনে হচ্ছে কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। ওই দিন রাতে উপস্থিত সবাই তা দেখেছেন। মিশা ভাই যখন শাকিব ভাইকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন আমিও তখন সেখানে ছিলাম। মিশা ভাইকে নিজেই সহযোগিতা করেছি। চিৎকার করে সবাইকে থামতে বলেছি। অথচ এখন বলা হচ্ছে আমিও নাকি শাকিব ভাইকে মারধরের ঘটনায় জড়িত। শাকিব ভাই কারো দ্বারা প্ররোচিত হয়ে এই অভিযোগ করেছেন বলে আমার ধারণা।’

তিনি আরও বলেন, ‘এ নিয়ে আমি শংকিত নই। কেননা আমি জানি আমি নিজে শাকিব খানকে কখনো অপমান করিনি। মিথ্যে কিছু কখনোই টিকে থাকে না। এই ভুল বুঝাবুঝিরও অবসান হবে। সামনে শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ। আপাতত ভবিষ্যতে সুন্দর চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করতে চাই।’

সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। গত শনিবার সকালে চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সর্বাধিক ৩৬৮ ভোট পান চিত্রনায়ক সাইমন সাদিক।

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫