স্পোর্টস ডেস্ক ॥
কেবল ড্র নয়, কোন গোলও করতে পারেনি বার্সেলোনা। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। মঙ্গলবার ডি গ্রুপের অপর খেলায় ইতলির জায়ান্ট জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে পর্তুগালের স্পোর্টিং লিসবনের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লীগে গ্রুপ পর্বের খেলায় ৫ বছরে এই প্রথম গোল করতে ব্যর্থ হলো বার্সেলোনা। এদিন জিতলে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হতে পারতো বার্সার। কিন্তু সুয়ারেজের শট বারে লেগে ফিরে এলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
অবশ্য পরের দুই খেলায় জুভেন্টাস ও লিসবনের কাছ থেকে এক পয়েন্ট পেলেই তারা দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে। বার্সেলোনার পয়েন্ট এখন ১০ আর জুভেন্টাসের ৭। এদিন জুভেন্টাস পিছিয়ে পড়েছিল প্রথমার্ধেই। পরে ১১ মিনিট আগে হিগুয়েইনের গোলে সমতা ফেরায় তারা।