স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন মহানগরীর ইটাহাটা এলাকার আরব আলী, গোপালগঞ্জের মধুপুর এলাকার মনির হোসেন, টাঙ্গাইলের কেশম মাইজার এলাকার কাওসার আলী ও কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বড়তেরছড়া এলাকার মোফাজ্জল হোসেন।
পুলিশ জানায়, ওই নারী কালিয়াকৈর থেকে গত বৃহস্পতিবার সকালে চাকরির খুঁজে চান্দনা চৌরাস্তা এলাকায় তার বোনের বাড়িতে যান। অটোরিকশায় করে বাসায় ফেরার সময় রাত ১০টার দিকে বাইমাইল এলাকায় আসামিরা তার পথরোধ করেন।
পরে তাকে জোর করে বাইমাইল বিলে নিয়ে নৌকাতে ধর্ষণ করে শুক্রবার ভোরে ছেড়ে দেওয়া হয়। শনিবার সকালে তিনি তার স্বামীকে নিয়ে কোনাবাড়ি ফাঁড়িতে গিয়ে অভিযোগ করেন।
কোনাবাড়ি ফাঁড়ির ইনচার্জ মোবারক হোসেন জানান, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। থানায় মামলা হয়েছে।