আন্তর্জাতিক ডেস্ক ॥
পৃথিবীর সম্পদশালী এবং একাধারে ক্ষমতাশালী ব্যক্তিদের কর কেলেংকারি পৃথিবীর সামনে উন্মোচিত হয়েছে ফাঁস হওয়া প্যারাডাইস পেপারের মাধ্যমে। এ্যাপেলবি নামের একটি আইনী সহায়তাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে উঠে এসেছে এমন সব ব্যক্তিদের নাম যা দেখে পুরো পৃথিবী স্তম্ভিত।
রাণী এলিজাবেথ
প্যারাডাইস পেপারে সবচেয়ে বড় চমক ব্রিটেনের রাণী এলিজাবেথ। তথ্য অনুযায়ী ২০০৪-২০০৫ সালে রাণীর ব্যক্তিগত অর্থ থেকে ১০ মিলিয়ন পাউন্ড ডলার স্থানান্তর করা হয়েছিল বারমুডা এবং সাইমুন দ্বীপের অফশোর ব্যাংকিং এ।
শওকত আজিজ
ফাঁস হওয়া নথি অনুযায়ী পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শওকত আজিজ ২০১৫ সালে মিথ্যে ঘোষণার মাধ্যমে স্ত্রী ও সন্তানদের নামে অফশোর ব্যাংকিং এ টাকা বিনিয়োগ করেন।
বোনো
জনপ্রিয় ব্যান্ড ইউ-টু’র গায়ক বোনো কর ফাঁকি দেবার জন্য মাল্টায় অবস্থিত একটি অফশোর ব্যাংকিং কোম্পানির সাহায্য নেয়।
লর্ড অ্যাশক্রফ্ট
ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সাবেক উপ-প্রধান, ‘ব্রেক্সিট’ সমর্থক লর্ড অ্যাশক্রফ্টের নাম এসেছে প্যারাডাইস পেপারের অফশোর ব্যাংকিং কেলেংকারিতে।
অ্যামাজন ও নাইকি
কর বিষয়ে টেক জায়ন্ট অ্যামাজন কে নিয়ে র্বির্তক পূর্বেও ছিল। এবার প্যারাডাইস পেপারের মাধ্যমে উঠে এসেছে তাদের নাম। একই সাথে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির নামও এসেছে। যদিও নাইকী এক বিবৃতিতে বলেছেন আইন অমান্য করে তারা কোনো বিনিয়োগ করেনি।
মার্কিন বাণিজ্য মন্ত্রী
প্যারাডাইস পেপারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উইলবার রস রাশিয়ার প্রেসিডেন্ট ভøাডিমির পুতিনের খুব কাছের ব্যক্তিদের সাথে অফশোর ব্যাংকিং এর মাধ্যমে ব্যবসা করেন।
এভার্টন ফুটবল ক্লাব
অফশোর ব্যাংকিং কেলেংকারি থেকে বাদ যায় নি ইংলিশ প্রিমিয়ার লিগের নামকরা এভার্টন ফুটবল ক্লাব। অফশোর ব্যাংকিং এর টাকা ক্লাবটিতে বিনিয়োগ করা হয়েছে। দলটির সত্যিকারের মালিক কে তা নিয়ে এখন প্রশ্ন দেখা গেছে। গার্ডিয়ান