স্টাফ রিপোর্টার ॥
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর চাকরির মেয়াদ বেড়েছে। তাকে আগামী ১০ নভেম্বর থেকে পরবর্তী ছয় মাস অর্থাৎ আগামী ৯ মে পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
১৯৮৪ সালের বিসিএস ব্যাচের নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা নাজিমউদ্দিন চৌধুরীর আগামী ৯ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। এখন পিআরএল বাতিল করে এ নিয়োগ দেয়া হল।
এদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক (ক্লিনিক্যাল নিউরোসার্জারি) ডা. শেখ সাদের হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। গত ২০ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য এ মেয়াদ বৃদ্ধি কার্যকর হবে।
এর আগে ২০১৬ সালের ১৭ অক্টোবর এক বছরের চুক্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের অধ্যাপক হিসেবে নিয়োগ পান ডা. সাদের হোসেন।
এছাড়া বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটনের চুক্তির মেয়াদও আগামী ২০ নভেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মো. মোশাররফ হোসেনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।