আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি বিমান হামলায় ইয়েমেনের আল-হাজ্জ্বাজ শহরে নারী ও শিশু সহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এক হুথি বিদ্রোহী সংবাদ মাধ্যম আল-জাজিরা কে জানায়, মঙ্গলবার মধ্যরাতে রাতে কমপক্ষে ১৬টি বিমান হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের সূত্রে জানা যায়, শেখ হামিদি নামের এক হুথি নেতার বাড়ি আক্রমণের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। হামলায় হামিদি ও তার পরিবারের সকলেই নিহত হয়েছে। ভোর পর্যন্ত এ হামলা চলে।
হুথি বিদ্রোহী টেলিভিশন চ্যানেল ‘আল-মাশিরা’ জানায়, ‘সৌদি বিমান বাহিনীর এ বর্বরোচিত হামলায় ১০ জন প্যারামেডিক ও নারী শিশু সহ বহু নিহত হয়েছে।’
ইয়েমেনে ২০১৫ সাল থেকে চলা গৃহযুদ্ধে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে। এ যুদ্ধে ইরান হুথি বিদ্রোহী এবং সৌদি আরব ইয়েমেনের বর্তমান সরকারের পক্ষাবলম্বন করছে। আল-আজিরা