বিনোদন ডেস্ক ॥
নাটকের দুই জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব এবং লাক্সতারকা মৌসুমি হামিদ। তাদেরকে এর আগে একসঙ্গে দেখা গেছে রূপার নূপুর, চশমা, ইন অ্যা রিলেশনশিপ, ব্রেকআপ পার্টি, আমি আর আমার ইচ্ছে, ফড়িং জীবন ইত্যাদি দর্শকপ্রিয় নাটকগুলোতে অভিনয় করেছেন।
এই জুটি কিছুদিন আগে ‘মনোবাস’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন। ওই নাটকটি পরিচালনা করেছিলেন শাখাওয়াত মানিক। তিনি জানান, বৃহস্পতিবার (৯ নভেম্বর) মাছরাঙা টিভিরতে সন্ধ্যা ৭.৩০ মিনিটে ‘মনোবাস’ প্রচারিত হবে।
‘মনোবাস’ রচনা করেছেন শাফিকুর রহমান শান্তুনু। গাজীপুরের একটি রিসোর্টে নাটকের শুটিং হয়েছে। নির্মাতা শাখাওয়াত মানিক বলেন, ‘মনোবাস’ এর গল্পটা রোমান্টিক। এখানে গৎবাধা কিছু নেই। দর্শকদের কথা মাথায় রেখে নাটকটি নির্মাণ করেছি। অপূর্ব, মৌসুমি ছাড়াও অভিনয় করেছেন এস এন জনি ও সানজানা রিয়া।
নাটকের গল্পে দেখা যাবে, তিন বন্ধু পরিকল্পনা করে ঢাকার বাইরে একটি রিসোর্টে বেড়াতে যান। তাদের মধ্যে ছিলেন মৌসুমিও। সেখানে গিয়ে অস্ট্রেলিয়া থেকে লেখাপড়া শেষ করে আসা সুদর্শন যুবক অপূর্বর সঙ্গে দেখা হয় মৌসুমির।
অপূর্ব ভালো গান করেন, তার গানের মুগ্ধ হন মৌসুমি। ধীরে ধীরে অপূর্বর প্রতি দুর্বল হতে থাকেন মৌসুমি। কিন্তু মৌসুমির আরেক জনি বন্ধু এটা সহ্য করতে পারেননি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।