বাংলাভূমি ডেস্ক ॥
ইতালির নাপলিতে মহানগর বিএনপির উদ্যোগে ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় নাপলি বিএনপির অস্হায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
নাপলি মহানগর বিএনপি সভাপতি মিজান মজুমদারের সভাপতিত্বে ও জুলিয়ানো বিএনপির সভাপতি তোফায়েল আহমদ সুলেমান বেগের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সহ-সভাপতি ও নাপোলি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান তালুকদার।
এ সময় আরও বক্তব্য দেন নাপলি বিএনপি নেতা কাহার মিয়া, শারফরাজ উদ্দিন, নাপলি মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মহানগর যুবদল নেতা মাহি, নাপোলি যুবদল নেতা ফখরুল ইসলাম, সাব্বির আহমদ, ফয়ছল হোসেন, আব্দুল মালিক, প্রমুখ।
সভায় শাহজাহান তালুকদার বলেন, ৭ নভেম্বর আমাদের জন্য গৌরবের দিন। ১৯৭৫ সালের ৬ নভেম্বর আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। পরের দিন ৭ নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে মুক্ত হন তিনি। তাই এ দিনটি আমাদের জন্য গৌরবের।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাপলি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন।