ইতালিতে বিএনপির ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালিত

বাংলাভূমি ডেস্ক ॥

ইতালির নাপলিতে মহানগর বিএনপির উদ্যোগে ‘বিপ্লব ও সংহতি’ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় নাপলি বিএনপির অস্হায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

নাপলি মহানগর বিএনপি সভাপতি মিজান মজুমদারের সভাপতিত্বে ও জুলিয়ানো বিএনপির সভাপতি তোফায়েল আহমদ সুলেমান বেগের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সহ-সভাপতি ও নাপোলি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান তালুকদার।

এ সময় আরও বক্তব্য দেন নাপলি বিএনপি নেতা কাহার মিয়া, শারফরাজ উদ্দিন, নাপলি মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মহানগর যুবদল নেতা মাহি, নাপোলি যুবদল নেতা ফখরুল ইসলাম, সাব্বির আহমদ, ফয়ছল হোসেন, আব্দুল মালিক, প্রমুখ।

সভায় শাহজাহান তালুকদার বলেন, ৭ নভেম্বর আমাদের জন্য গৌরবের দিন। ১৯৭৫ সালের ৬ নভেম্বর আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। পরের দিন ৭ নভেম্বর সিপাহি বিপ্লবের মাধ্যমে মুক্ত হন তিনি। তাই এ দিনটি আমাদের জন্য গৌরবের।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নাপলি বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ওলামা দলের প্রস্তাবিত কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন।

 

শেয়ার করুন

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

প্রধান সম্পাদক : সাঈদুর রহমান রিমন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

সার্বিক যোগাযোগ : চৌধুরী মল (৫ম তলা), ৪৩ হাটখোলা রোড, ঢাকা-১২০৩॥

গাজীপুর অফিস : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০॥

হটলাইন: ০১৭৫৭৫৫১১৪৪ ॥ সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫